সিলেট বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ এক পর্যটন এলাকা। এই এলাকায় আছে বেশি কিছু সুন্দর সুন্দর স্পট। সবগুলো কভার করতে হলে বেশ কয়েকবার যেতে হবে। তবে ভালো একটি প্ল্যান আপনাকে স্বল্প সময়ে পুরা সিলেট কভার করতে সাহায্য করবে। আসুন দেখে নেই তেমন একটি ভালো মানের সিলেট ট্যুর প্ল্যান।
সিলেট জেলার দর্শনীয় স্থান
সিলেটে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। তাদের মধ্যে চা বাগান সব থেকে অন্যতম। এখানে রয়েছে বেশ কিছু চা বাগান। এছাড়াও সিলেটে রয়েছে রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, তামাবিল, জাফলং, বিছানাকান্দি ইত্যাদি দর্শনীয় স্থান। আরো রয়েছে বিভিন্ন আদিবাসী যাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। সেই সাথে আছে হযরত শাহজালাল (রঃ) ও শাহপরাণ (রঃ) এর মাজার। এজন্যই সিলেটকে বলে দেশের অন্যতম সেরা পর্যটন নগরী।
সিলেট কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে আপনি সড়ক, রেল এবং আকাশ পথে যেতে পারেন সিলেট শহর। হানিফ, শ্যামলী, গ্রিনলাইন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন সকাল ৬ থেকে রাত ১২ টা পর্যন্ত একটু পর পর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সিলেট থেকে ঢাকায় আসে। ভাড়া ৫০০/- থেকে ১০০০/- টাকা। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যায়। আপনি ঢাকা থেকে আকাশ পথেও যেতে পারেন। প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে। সময় নিবে প্রায় ৪৫ মিনিট। ভাড়া ৩০০০/- থেকে ৫০০০/- টাকা।
সিলেটে কোথায় থাকবেন
সিলেট শহরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল রয়েছে। ১০০০-২০০০ টাকার ভিতর ভালো মানের হোটেল পাবেন। তবে হোটেল নেয়ার সময় অবশ্যই আম্বরখানা এলাকায় নিবেন। এইখান থেকেই সব দিকে মুভ করার যানবাহন পাওয়া যায়।
সিলেটে কোথায় খাবেন
সিলেটে জিন্দাবাজার এলাকায় খাবারের জন্য বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে। যেমন: পাঁচ ভাই, পানশি, পালকি। এদের মধ্যে পাঁচ ভাই রেস্টুরেন্ট এর খাবারের মান বেশ ভালো এবং তুলনামূলক ভাবে বেশ সস্তা। হরেক রকম ভর্তা, মাংস, খিচুরি বেশ টেস্টি। এদের পাঁচ মিশালী আইটেম দারুন। সাথে একটা মাংস বা মাছ নিলে ভাত এবং ডাল একদম ফ্রি। খেয়ে বিল দেয়ার সময় একবার হলেও চিন্তা করবেন সিলেটের মানুষ কেন বাসায় রান্না না করে রেস্টুরেন্ট এ এসে খায়। ভালো কথা, এয়ার কন্ডিশন রুমে না বসে খেলে খাবারের বিল কিন্তু আরো কম আসে।
সিলেট ট্যুর প্ল্যান
সিলেটের সব কিছু দেখতে হলে মোটামোটি ৩ দিন প্রয়োজন। কেননা একেকটা স্পট থেকে আরেকটা স্পটের দুরুত্ব বেশ। আপনার সময় অনুসারে প্ল্যান এডজাস্ট করে নিবেন।
প্রথম দিন: রাতারগুল, বিছানাকান্দি
সকালে সিলেটে পৌঁছে পছন্দ মতো হোটেল নিয়ে নিবেন। চেকইন করে অল্প সময় রেস্ট নিয়ে চলে যাবেন নাস্তা করতে। নাস্তা শেষে যানবাহন ভাড়া করে নিবেন। পাঁচ ভাই, পানশি রেস্টুরেন্ট এর সামনেই সিএনজি/লেগুনা পাবেন। চেষ্টা করবেন সকাল ৮:৩০ এর ভিতর যাত্রা শুরু করতে। নাহলে সময় কুলাবেনা। প্রথেমই যাবেন রাতারগুল। সকাল ১০:০০ থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত সেখানে থেকে চলে যাবেন বিছানাকান্দি। ৩:০০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত সেখানে থেকে চলে আসবেন সিলেট শহরে।
দ্বিতীয় দিন: জাফলং
সকালে নাস্তা করে যাত্রা শুরু করবেন জাফলং এর উদ্দেশ্যে। ইচ্ছা হলে আগের দিনের ড্রাইভারকে বলে রাখতে পারেন। তাহলে সময় মতো উনি চলে আসবে। আজও সকাল ৮:০০ এর ভিতর যাত্রা শুরু করবেন। যাবার পথে লালাখাল দেখে নিতে পারেন। তবে বেশি সময় দিবেন না। এর পর জাফলং এর একটু আগে চা বাগানে নেমে ৩০ মিনিট সময় কাটাতে পারেন, ভালো লাগবে।
তৃতীয় দিন: ভোলাগঞ্জ
সকাল সকাল নাস্তা করে যাত্রা শুরু করবেন ভোলাগঞ্জ সাদা পাথর এর উদ্দেশ্যে। ইচ্ছা হলে আগের দিনের ড্রাইভারকে বলে রাখতে পারেন। তাহলে সময় মতো উনি চলে আসবে। আজও সকাল ৮:০০ এর ভিতর যাত্রা শুরু করবেন।
সিলেট ট্যুর প্ল্যান নিয়ে শেষ কথা
আশা করি এই সিলেট ট্যুর প্ল্যান, আপনার পরবর্তী সিলেট ভ্রমণ কে আরো সহজ এবং সুন্দর করবে।
লেখক
আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।