মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রয়েছে প্রচুর চা বাগান। সেখানকার এম আর খান চা-বাগানের ৭ নম্বর সেকশনটি দেখতে অনেকটা ভারতের দার্জিলিংয়ের চা–বাগানের মতো। তাই পর্যটকদের কাছে জায়গাটি দার্জিলিং টিলা নামে পরিচিতি পেয়েছে। ছবির মতো সাজানো গোছানো সুন্দর এই দার্জিলিং টিলা (darjeeling tila) বর্তমানে শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের নতুন আকর্ষণ।
দার্জিলিং টিলা কোথায় অবস্থিত
দার্জিলিং টিলা বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার এম আর খান চা বাগানে অবস্থিত। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এম আর খান চা বাগান। এই বাগানের মধ্যবর্তী স্থানের ৭ নম্বর সেকশনটি খুবই সুন্দর। যা দেখতে অনেকটা দার্জিলিংয়ের চা-গানের মতো। তাই জায়গাটির নাম দেওয়া হয়েছে দার্জিলিং টিলা। এর আশপাশে কোনো বাড়িঘর নেই এবং পুরোটাই সাউন্ডলেস।
দার্জিলিং টিলা কিভাবে যাবেন
দার্জিলিং টিলা যেতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে শ্রীমঙ্গল। ঢাকা থেকে বাস এবং ট্রেনে শ্রীমঙ্গল আসা যায়। সায়দাবাদ, ফকিরাপুল থেকে হানিফ, শ্যামলী, এনা ইত্যাদি বিভিন্ন পরিবহন কোম্পানীর এসি/নন এসি বাস আসে শ্রীমঙ্গল। ভাড়া ৫৭০ থেকে ৮০০ টাকা। সময় নিবে ৬ থেকে ৭ ঘন্টা। এছাড়া সিলেটগামী ট্রেনে আসা যায় শ্রীমঙ্গল। সময় নিবে ৫ থেকে সাড়ে ৫ ঘন্টা। ভাড়া ২৭৫ থেকে ৯৩৫ টাকা।
শ্রীমঙ্গল নেমে সিএনজি বা চাঁদের গাড়ি নিয়ে শ্রীমঙ্গল-ভানুগাছ রোড ধরে গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে থেকে ৪ কিলোমিটার এগিয়ে গেলেই এম আর খান চা বাগান। প্রধান গেট থেকে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে গেলেই পাওয়া যাবে দার্জিলিং টিলা।
দার্জিলিং টিলার টিকেট
দার্জিলিং টিলা প্রবেশ করতে আপাদত কোনো টিকেট লাগে না। গেটে সামান্য কিছু বকশিস দিয়ে সহজেই ভিতরে প্রবেশ করতে পারেন।
কোথায় খাবেন
দার্জিলিং টিলার ভিতরে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। তবে গেটের বাহিরে হালকা খাবার, তাজা ফলের জুস পাওয়া যায়। ভারী খাবার খেতে চাইলে শ্রীমঙ্গল শহরে আসতে হবে। ভিতরে যাবার সময় সাথে পানি নিয়ে যেতে পারেন।
কোথায় থাকবেন
শ্রীমঙ্গলে থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসোর্ট এবং কটেজ আছে। আপনার বাজেট অনুসারে যে কোনো একটায় থাকতে পারেন। তবে চা বাগান ঘেঁষা ইকো রিসোর্ট গুলো তে থাকতে পারলে বেশি মজা পাবেন। বাজেট বেশি হলে ফাইভ স্টার হোটেল গ্রান্ড সুলতানে থাকতে পারেন।
লেখক
আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।