ট্রিপ পেইন্টারের ডিসক্লেইমার

trippainter.com ব্যবহার করার পূর্বে ডিসক্লেইমার (Disclaimer) দয়া করে মনোযোগ সহকারে পড়ুন। আশাকরি এই ডিসক্লেইমার আপনাকে আমাদের লিগ্যাল অবস্থান জানতে সাহায্য করবে।

  • ট্রাভেলারদের সুবিধার্থে ট্রিপ পেইন্টার অনেক সময় হোটেল ভাড়া, যানবাহন ভাড়া, প্রবেশ মূল্য, গাইড ফি দিয়ে থাকে, যার সাথে বর্তমানের মিল নাও থাকতে পারে। তাই আপনার ট্যুরের বাজেট করার সময় বর্তমান খরচ বিবেচনা করে নিবেন। কেননা এগুলা সময়ের সাথে পরিবর্তনশীল।

  • সহজ যোগাযোগের কথা চিন্তা করে trippainter.com অনেক সময় বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, জাহাজ, বোট, এজেন্সি, গাড়ির ড্রাইভার, নৌকার মাঝি, ট্রাভেল গাইডের ফোন নাম্বার, ইমেল এড্রেস, ওয়েব এড্রেস উল্ল্যেখ করে থাকে। এগুলা পরিবর্তনশীল এবং বিভিন্ন সোর্স থেকে পাওয়া। তাই সব সময় সঠিক নাও হতে পারে। তাই ১০০% নিশ্চিত না হয়ে তাদের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করাই ভালো। আর করলে সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। এতে কোনো ক্ষতি হলে বা বিপদে পড়লে কোনো ভাবেই আমাদের দায়ী করা যাবেনা।

  • রেস্ট্রিক্টেড এরিয়া গুলোতে একেক সময় একেক ধরণের নিয়ম কানুন চালু থাকে। কখনো যাবার অনুমতি থাকে, আবার কখনো বন্ধ থাকে। তাই যাবার আগে অবশ্যই সেখানকার বর্তমান নিয়ম কানুন সম্পর্কে জেনে যাবেন। গিয়ে কোনো ধরণের সমস্যায় পড়লে আমাদের দায়ী করা যাবেনা।

  • বিভিন্ন দর্শনীয় স্থান বা স্থাপনার ভিজিটিং সময় কখনো কখনো বদলে যায়। তাই ভ্রমণের পূর্বে সেগুলার বর্তমান সময় জেনে যাবেন। গিয়ে কোনো প্রকার বিব্রতকর অবস্থায় পড়লে আমাদের দায়ী করা যাবেনা।

  • বিভিন্ন দেশ, এলাকা, স্থাপনা ভ্রমণের জন্য অনেক সময় অগ্রীম অনুমতি, ভিসা নিতে হয়। এই সব অনুমিত বা পার্মিশন নেয়ার স্থান, খরচ, সিস্টেম অনেক সময় পরিবর্তিত হয়। তাই ভ্রমণের পূর্বে বর্তমান ঠিকানা এবং খরচ জেনে নিবেন।

  • ট্যুরিস্ট এরিয়া গুলোতে বিভিন্ন খাবার বা সুযোগ সুবিধা মৌসুম বা সময়ের উপর নির্ভর করে। তাই ভ্রমণের সময় এটি বিবেচনায় রাখুন।

  • trippainter.com এ প্রকাশিত সকল ধরণের মন্তব্য, মন্তব্যকারীর একান্তই নিজস্ব। তাই এইগুলো নিয়ে কোনো প্রকার আইগত ব্যবস্থা নেয়া যাবেনা। আমাদের পলিসি মেনে যে কেউ তার নিজের মতামত বা পরামর্শ জানাতে পারেন। আমরা সব সময় আপনাদের মতামতকে স্বাগত এবং সম্মান জানাই।

  • trippainter.com এ প্রকাশিত তথ্য নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি থাকলে আমাদের জানাবেন। আমরা সংশোধন করে দিবো। এ নিয়ে কোনো প্রকার আইনি ঝামেলায় যাওয়া যাবেনা।

''