বরিশাল বিভাগের দর্শনীয় স্থান

ফ্যাশন স্কয়ার, চরফ্যাশন

Loading

ফ্যাশন স্কয়ার

ফ্যাশন স্কয়ার (Fashion Square) বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এক সুন্দর জায়গা। আবর্জনা ফেলার স্থানকে পরিকল্পনা করে, যে এতো সুন্দর ভাবে উপস্থাপন করা যায় এখানে না আসলে বুজা যাবেনা।

চরফ্যাশন উপজেলার ইতিহাস

বাংলাদেশের ভোলা জেলার সব থেকে বড় উপজেলা হচ্ছে চরফ্যাশন উপজেলা। এর আয়তন প্রায় ১১০৬.৩ বর্গ কিলোমিটার। এটি এক সময় বাকেরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত ছিল। বাকেরগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট জে. এইচ ফ্যাশনের নামানুসারে এর নামকরণ করা হয় চরফ্যাশন। আর এখন এখানেই নির্মাণ করা হয়েছে এই এলাকার সব থেকে সুন্দর স্থাপনা ফ্যাশন স্কয়ার।

ম্যাজিস্ট্রেট সাহেব ১৮৮৫-১৮৮৭ সাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে দশটি শিক্ষিত পরিবার এবং দশটি উখরাইট পরিবার এনে এখানে প্রথম অভিবাসন গড়ে তোলেন। প্রথম গড়ে ওঠা দুই পল্লী ‘ভদ্রপাড়া’ ও ‘উখরাইট পাড়া’ নামে এখনো রয়েছে। এই উপজেলা পর্যটনের জন্য খুবই পরিচিত।

এর আসে পাশে রয়েছে অসংখ্য দ্বীপ যেমন: চর কুকরী-মুকরী, ঢালচর, চরনিজাম, চরপাতিলা ইত্যাদি। এখানকার ইলিশ মাছ খুবই টেস্টি এবং বিখ্যাত। পর্যটন শিল্পকে কেন্দ্র করে বর্তমানে এখানে নির্মিত হচ্ছে বহু আধুনিক স্থপনা। ফ্যাশন স্কয়ার তার মধ্যে অন্যতম।

ফ্যাশন স্কয়ার

ফ্যাশন স্কয়ার (Fashion Square) বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সব থেকে সুন্দর জায়গা। এটি চরফ্যাশন পৌর ভবনের পাশেই অবস্থিত। এই জায়গায় একসময় ছিল মজাপুকুর, আবর্জনা ফেলার স্থান, বস্তি।

পাশেই চরফ্যাশন বাজার, বাজারের সব ময়লা আবর্জনা এখানে এনে ফেলা হত। সবাই এসে মল ত্যাগ করত। বর্তমানে এখানকার অবস্থা আর আগের মত নাই। সব আবর্জনা পরিষ্কার করে এখানে গড়ে তোলা হয়েছে সুউচ্চ টাওয়ার, শিশুপার্ক, সারিবদ্ধ বিপণিবিতান, রেস্টুরেন্ট, শহীদ মিনার, চরফ্যাশন পৌর ভবন।

এর মাঝখানে রয়েছে চারদিকে পাড় বাঁধানো সুন্দর এক পুকুর, প্রশস্ত খোলা চত্বর। পুকুরের পানি খুবই পরিষ্কার। বিকালে পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেয়ার জন্য স্থানটি খুবই আদর্শ। রাতের দৃশ্য আরো চমৎকার। নান ধরণের আলোয় আলোকিত হয়ে উঠে পুরা এলাকা। মুহূর্তের জন্য হলেও মনে হবে আপনে রয়েছে বিদেশের কোনো শহরে।

জ্যাকব টাওয়ার

জ্যাকব টাওয়ার বা চরফ্যাশন টাওয়ার ফ্যাশন স্কয়ার এ অবস্থিত এক সুন্দর স্থাপনা। অনেকটা আইফেল টাওয়ারের আদলে নির্মিত বলে একে বাংলার আইফেল টাওয়ার বলা হয়। এই টাওয়ার এর উচ্চতা ২২৫ ফুট। এটি বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে উঁচু টাওয়ার। টাওয়ারে ওঠার জন্য ক্যাপসুল লিফট আছে।

চরফ্যাশন শিশুপার্ক

চরফ্যাশন শিশুপার্ক (Charfashion Shishu Park) ফ্যাশন স্কয়ার এর পাশেই অবস্থিত। শিশুপার্ক টির নাম শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক। পার্কটিতে রয়েছে : রেলগাড়ি, বোট, ৯ডি মুভি থিয়েটার, হুইল সহ আরো নানান ধরণের রাইডস । পার্কটিতে আসলে বাচ্চারা অনেক খুশি হবে।

টিকিট এর মূল্য

এন্ট্রি ফী ৩০ টাকা (৫ বছরের কম কোনো টিকেট লাগবেনা )
বিভিন্ন রাইড ৩০, ৫০ টাকা

ফ্যাশন স্কয়ার কিভাবে যাবেন

ফ্যাশন স্কয়ার দেখার জন্য আপনাকে আসতে হবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। চরফ্যাশন আপনি বিভিন্ন ভাবে যেতে পারেন। তবে সব থেকে সহজ উপায় হলো লঞ্চ। প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে ভোলা শহর এবং এর আশেপাশের বিভিন্ন জায়গার উদ্দেশে লঞ্চ ছেড়ে যায়।

লঞ্চ থেকে নেমে বাস বা অটোতে করে চলে আসবেন চরফ্যাশন। তবে সব থেকে সহজ পথ হলো সরাসরি চরফ্যাশন এর লঞ্চ ব্যবহার করা। সদরঘাট থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে চরফ্যাশন এর উদ্দেশে বেশ কিছু লঞ্চ ছেড়ে যায়। কর্ণফুলী-১২, কর্ণফুলী-১৩, ফারহান, ইত্যাদি উল্লেখ যোগ্য।

তার মধ্যে কর্ণফুলী-১২, কর্ণফুলী-১৩ খুবই সুন্দর এবং বিলাস বহুল। এগুলা ভোর ভোর পৌঁছে যায় বেতুল লঞ্চ ঘাট। সেখান থেকে অটো রিক্সায় চলে আসবেন চরফ্যাশন বাজার। আর বাজারেই ফ্যাশন স্কয়ার।

4.7 3 ভোট
রেটিং

লেখক

Rashedul Alam; Rasadul Alam; founder of cybarlab.com; founder of trippainter.com; trippainter.com; cybarlab.com; Bangladeshi travel blogger; Bangladeshi blogger; Bangladeshi software engineer

আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।

Subscribe
Notify of
5 মন্তব্য
Inline Feedbacks
সব মন্তব্য দেখুন

''

5
0
আমরা আপনার অভিমত আশা করি, দয়াকরে মন্তব্য করুনx