শহরের ব্যস্ত জীবনে যখন হাপিয়ে উঠেছেন, তখন কর্মচঞ্চল জীবনকে একটু শান্তি দিতে শহর থেকে অল্প দূরে ঘুরে আসতে পারেন মাওয়া ফেরি ঘাট (Mawa Ferry Ghat)। সেই সাথে পদ্মার টাটকা ইলিশের স্বাদ আপনার ভ্রমণকে আরো প্রাণবন্ত করে দিবে। কেননা মাওয়া ঘাটের ইলিশ ভাজা, লেজ ভর্তা, সাথে বেগুন ভাজা যেনো অমৃত।
মাওয়া ঘাট কোথায় অবস্থিত
মাওয়া ঘাট বাংলাদেশের ঢাকা জেলার লোহজং উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। ঢাকা থেকে মাওয়া ঘাটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এই ঘাট এক সময় বাংলাদেশের অন্যতম বৃহত্তমত ফেরিঘাট ছিল। এটি ছিলো দেশের দক্ষিণ অঞ্চলের ২১ টি জেলার সাথে ঢাকার সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম। পদ্মা সেতু চালু হবার পরে এই ঘাটে এখন আর ফেরি চলাচল করে না। তবে মাওয়া ফেরীঘাট পর্যটন সমৃদ্ধ এলাকা। পদ্মার অপার সৌন্দর্য উপভোগ করতে, পদ্মা সেতু দেখতে এবং ইলিশ ভাজা খেতে প্রতিদিন প্রচুর পর্যটক এখানে ভীড় করে।
মাওয়া ঘাট কিভাবে যাবে
ঢাকার গুলিস্থান, যাত্রাবাড়ী হতে বিআরটিসি, ইলিশ, স্বাধীন, গাংচিল, প্রচেষ্টা পরিবহনের বাসে চড়ে সরাসরি মাওয়া যেতে পারেন। ভাড়া নিবে ৭০ টাকা। মিরপুর থেকে ফার্মগেট, শাহবাগ হয়ে স্বাধীন পরিবহন এবং উত্তরা থেকে রামপুরা হয়ে প্রচেষ্টা পরিবহন মাওয়া আসে। ভাড়া ১০০ টাকা। প্রাইভেট কার কিংবা বাইক নিয়েও মাওয়া যেতে পারেন।
কোথায় খাবেন
মাওয়া ঘাটে ছোট বড় অনেক গুলো রেস্টুরেন্ট বা খাবারের হোটেল আছে। তাদের মধ্যে শখের হাড়ি, ইলিশ ভোজ, ইলিশ আড্ডা, নিরিবিলি, কুটুম বাড়ি উল্লেখ যোগ্য। সব হোটেলেই ইলিশ ভাজা পাওয়া যায়। দাম নিবে প্রতি পিচ ১০০ টাকা। এছাড়া নিজে ইলিশ মাছ কিনে ভেজে খেতে পারেন। আকার ভেদে ইলিশের দাম নিবে ১৫০০ থেকে ২৫০০ টাকা কেজি। ভাজার জন্য ওরা আলাদা টাকা নিবে।
ইলিশ মাছ আপনি অন্য জায়গা থেকে কিনতে পারেন। পদ্মা মাছের দোকান, কিংবা ঘাট থেকে কম দামে ভালো ইলিশ মাছ কিনতে পারেন। হোটেলে মাছের মাথা এবং লেজ দিয়ে ভর্তা বানিয়ে দিবে। ইলিশের লেজের ভর্তা খেতে দারুন। এছাড়া বেগুন ভাজা সাথে নিতে পারেন। ইলিশ বাজার জন্য সরিষার তেল আপনাকে আলাদা করে কিনে দিতে হবে।
মাওয়া ঘাটের রেস্টুরেন্ট গুলো সারা রাত খোলা থাকে। বৃহস্পতি এবং শুক্রবার রাতে এখানে প্রচুর ভীড় থাকে।
কখন যাবেন
মাওয়া ঘাট আপনি দিন-রাত যখন ইচ্ছে যেতে পারেন। তবে সব থেকে ভালো হয় বিকেলে গেলে। সূর্যাস্তের আগ পর্যন্ত পদ্মা নদীতে ঘুরে বেড়াবেন। পদ্মার তীরে বসে সৌন্দর্য উপভোগ করবেন। এর পরে রাতে ইলিশ ভাজা খেয়ে বাসায় চলে যাবেন। গভীর রাতে মাওয়া ঘাটে ইলিশ ভাজা থেকে দারুন মজা।
মাওয়া ঘাটের দর্শনীয় স্থান
পদ্মা নদী, পদ্মা সেতু, পদ্মা রিসোর্ট মাওয়া ঘাটের দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম। এছাড়া পদ্মা নদীতে ট্রলার ভাড়া করে ঘুরতে পারেন। স্পিড বোটে পদ্মার ওপাড়ে কাওড়াকান্দি ঘাটে যেতে পারেন। বাসে উঠে পদ্মা সেতু পার হয়ে ভাঙা পর্যন্ত যেতে পারেন।
লেখক
আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।