নীলাচল (Nilachal) বাংলাদেশের একটি অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থান। চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে আঁকা-বাঁকা রাস্তা, ছোটছোট বিভিন্ন পাহাড়ী পাড়া আর নদী গুলো যেন শিল্পীর আঁকা ছবি।
নীলাচল কোথায় অবস্থিত
নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত। বান্দরবান শহর থেকে এর দুরুত্ব প্রায় ৫ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬শ’ ফুট উচ্চতায় টাইগারপাড়ার পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্তাবধানে গড়ে তোলা হয়েছে।
নীলাচল থেকে বান্দরবান শহরের ভিউ অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সমুদ্রের জাহাজ চলাচলের দৃশ্য দেখা যায়। এখনকার বাড়তি আকর্ষণ হল নীল রং এর রিসোর্ট। যার নাম নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এ জায়গায় সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি আছে।
নীলাচল কিভাবে যাবেন
নীলাচল যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে বান্দরবান জেলায়। রাজধানী ঢাকার কলাবাগান, আরামবাগ থেকে শ্যামলী, হানিফ, সেন্টমার্টিন, দেশ ইত্যাদি পরিবহন কোম্পনীর এসি, নন-এসি, হুন্দাই বাস প্রতিদিন বান্দরবান শহরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকায় ফিরে আসে। জনপ্রতি বাস ভাড়া নন-এসি ৫৫০-৭৫০, এসি ১২০০-১৫০০ টাকা। রাতের বাসে রওনা দিলে সকাল ৭ টার মধ্যে চলে আসবেন বান্দরবান।
এছাড়া ট্রেন বা প্লেনে চট্টগ্রাম পর্যন্ত এসে, চট্টগ্রাম থেকে বাস, প্রাইভেট কার নিয়ে বান্দরবান আসতে পারেন। বদ্দারহাট, ধামপাড়া বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়। ভাড়া ২২০ টাকা। মাইক্রোবাস ভাড়া ৩০০০-৩৫০০ টাকা।
বান্দরবান শহর থেকে সিএনজি, চান্দের গাড়িতে যাওয়া যায় নীলাচল। সিএনজি ভাড়া ৫০০/১০০০ টাকা। আর জিপ গাড়িতে ৮০০/১২০০ টাকা। তবে যে যানবাহনেই যান না কেন, অবশ্যই দরদাম করে নিবেন।
কোথায় থাকবেন
নীলাচলে স্কেপ রিসোর্টের তিনটি কটেজ আছে। যে কোনো একটায় থাকতে পারেন। প্রতিটি কটেজে ২ টি করে রুম আছে। প্রতি রুমের ভাড়া ৩০০০ টাকা। তবে এখানে আগে ঠিক বুকিং দিতে হয়। বেশিরভাগ পর্যটক বান্দরবান শহরে এসে থাকে। বান্দরবান শহরে থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসোর্ট ও কটেজ আছে। বান্দরবান শহরের আশেপাশেই তাদের অবস্থান। বান্দরবান শহরে কিছু পরিচিত হোটেল, রিসোর্ট ও কটেজ :
- হোটেল হিল ভিউ: রুম ভাড়া ১২০০ থেকে ২৮০০ টাকা। শহরের মূল বাস স্ট্যান্ডের পাশে।
- রিভার ভিউ: রুম ভাড়া ৬০০ থেকে ১৮০০ টাকা। শহরের ভিতর সাঙ্গু নদীর পাড়ে।
- হোটেল নাইট হ্যাভেন: রুম ভাড়া ১৫০০ থেকে ৪০০০ টাকা। শহর থেকে ৪ কিঃমিঃ দূরে নীলাচলের কাছে।
- হোটেল প্লাজা: রুম ভাড়া ১৫০০ থেকে ৬০০০ টাকা।
- পর্যটন মোটেল: রুম ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা। শহর থেকে ৪ কিঃমিঃ দূরে মেঘলা পর্যটন কমপ্লেক্স এর কাছে।
কোথায় খাবেন
নীলাচল স্কেপ রিসোর্টে রাত্রি যাপন করলে তারা খাবার প্ৰদান করে। এখানে ফরেস্ট হিল নাম একটি রেস্টুরেন্ট আছে। সেখানে খেতে পারেন। অথবা বান্দরবান শহরে ফিরে এসে খেতে পারেন। বান্দরবান শহরে পরিচিত কিছু খাবারের জায়গায় হলো: কলাপাতা রেস্টুরেন্ট, মেঘদূত ক্যাফে, ফুড প্লেস রেস্টুরেন্ট, রুপসী বাংলা রেস্টুরেন্ট ইত্যাদি।
লেখক
আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।