ট্রিপ পেইন্টারের প্রাইভেসি পলিসি
ট্রিপ পেইন্টার ওয়েবসাইটের ‘প্রাইভেসি পলিসি’ (Privacy Policy) বা ‘গোপনীয়তা নীতি’ পেইজে উল্লেখ করা সকল নিয়মাবলী কেবল এই ওয়েবসাই trippainter.com জন্য প্রযোজ্য। আমাদের ওয়েবসাট ব্যবহার করার পূর্বে ‘প্রাইভেসি পলিসি’ এবং ‘ডিসক্লেইমার’ এই পেইজ দুইটি মনোযোগ সহকারে পড়ে নেয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। এর মাধ্যমে নিশ্চিত করুন যে, আপনি আমাদের সকল নিয়ম কানুন এবং শর্তের ব্যাপারে অবগত আছেন।
ব্যক্তিগত তথ্য
ট্রিপ পেইন্টার ওয়েবসাইটে মন্তব্য করার সময় আমরা মন্তব্যকারীর নাম, ইমেইল এড্রেস, আইপি এড্রেস সংরক্ষণ করে থাকি। এই সকল ব্যক্তিগত তথ্য আমরা অন্য কারো সাথে শেয়ার করি না, কোরো কাছে বিক্রি করি না। এমন কি কোনো ধরণের মার্কেটিং ক্যাম্পেইনের কাজে ব্যবহার করিনা। সকল ভিজিটরদের তথ্য সুরক্ষিত রাখতে ট্রিপ পেইন্টার অঙ্গীকারবদ্ধ।
বহিরাগত সাইট লিঙ্ক এবং বিজ্ঞাপন
আমাদের ওয়েসাইটে অনেক সময় অন্য ওয়েবসাইটের লিঙ্ক, বিজ্ঞাপন থাকতে পারে। যেখানে ক্লিক করলে আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। এই সকল তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোর প্রাইভেসি পলিসি আলাদা হতে পারে। যার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই এবং দায়বদ্ধতা নেই।
ওয়েবসাইট ভিজিটর
আপনি কোনো ধরণের রেজিস্ট্রেশন ছাড়া আমাদের ওয়েবসাইট ভিসিট করতে পারবেন। তবে সেবার মান উন্নয়ন এবং এনালাইসিস এর জন্য আমরা ভিজিটরদের আইপি এড্রেস, লোকেশন গুগল এনালাইটিক্স এর সাথে শেয়ার করে থাকি। এর মাধ্যমে আমরা আমাদের সাইটে কেমন ভিজিটর আসছে, কোন কোন বিষয় গুলো জনপ্রিয়, কে কোন ধরণের বিষয় সার্চ করছে ইত্যাদি নির্ধারণ করে থাকি। পুরো ব্যাপারটি গুগল প্রাইভেসি পলিসি ধারা নিয়ন্ত্রিত।
কুকির ব্যবহার
আপনার ব্রাউসিং অভিজ্ঞতা আরো সহজ এবং সমৃদ্ধ করার করার জন্য আমরা কুকির ব্যবহার করে থাকি। এই সকল কুকি আপনার কম্পিউটার বা মোবাইলে জমা থাকে। আপনার সার্চের বিষয়বস্তু এবং আপনি কি কি বিষয় প্রাধান্য দিচ্ছেন এগুলো নির্ধারণ করার জন্য আমরা কুকির ব্যবহার করে থাকি।
প্রাইভেসি পলিসি সংশোধন
প্রাইভেসি পলিসি যেকোনো সময় সংশোধন, পরিবর্তন ও বাদ দেওয়ার অধিকার ট্রিপ পেইন্টার সংরক্ষণ করে। তবে সেই পরিবর্তিত পলিসি তাৎক্ষণিকভাবে এই ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। পরিবর্তনের পর ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করলে ধরে নিতে হবে, তিনি এগুলো মেনে নিয়েছেন এবং সব সময় মেনে চলবেন। পাঠক কোনো কারণে পলিসি পড়তে ব্যর্থ হলে তার জন্য ট্রিপ পেইন্টার দায়ী থাকবে না।