ভ্রমণ বিষয়ক তথ্য

সেন্টমার্টিন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

Loading

নাপিত্তাছড়া ট্রেইল
নাপিত্তাছড়া ট্রেইল
নাপিত্তাছড়া ট্রেইল
napittochara-trail-3
সেন্টমার্টিন দ্বীপ
napittochara-trail-3
সেন্টমার্টিন এর জাহাজ
napittochara-trail-3
সেন্টমার্টিন এর বন
Shadow

সেন্ট মার্টিন (Saint Martin) দেশের একমাত্র কোরাল দ্বীপ। এই দ্বীপ কে নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। অনেকে জীবনে একবার হলেও যেতে চান এই দ্বীপে। তাই অনেকের মনে জাগে নানান প্রশ্ন। আসুন জেনে নেই সেন্টমার্টিন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও তার উত্তর।

সেন্টমার্টিন দ্বীপ কোথায় অবস্থিত?

সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত। টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় এর অবস্থান।

সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?

সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় ১৭ বর্গ কিলোমিটার।

সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি?

সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। কারণে এখানে প্রচুর নারিকেল গাছ পাওয়া। এটি দারুচিনির দ্বীপ হিসেবেও পরিচিত।

সেন্টমার্টিন এর জাহাজ কখন চলে?

সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সেন্ট মার্টিনের জাহাজ চলাচল করে। তবে আবহাওয়ার উপর নির্ভর করে সময় কিছু কম বেশি হতে পারে।

জাহাজ বন্ধ হয়ে গেলে কি সেন্টমার্টিন যাওয়া যায়?

সেন্টমার্টিন জাহাজ ছাড়া স্পিড বোট, ট্রলার বা মালবাহী বোটে সারা বছরই যাওয়া যায়। তবে আবহাওয়া খারাপ থাকলে বা সিগন্যাল থাকলে যাওয়া যায় না।

ট্রলারে কত সময় লাগে? ভাড়া কত?

ট্রলারে সেন্টমার্টিন যেতে ২/৩ ঘন্টা সময় লাগে। ভাড়া ১৫০/৩০০ টাকা। তবে এটা সিজন এবং যাত্রীর সংখ্যার উপর নির্ভর করে কম বেশি হয়।

টেকনাফ থেকে সেন্টমার্টিনের জাহাজ কখন ছাড়ে?

সকাল ৯ টা থেকে ৯:৩০।

সেন্টমার্টিন থেকে টেকনাফের জাহাজ কখন ছাড়ে?

বিকাল ৩ টা থেকে ৩:৩০।

টেকনাফ থেকে সেন্টমার্টিনের জাহাজের সর্বনিম্ন ভাড়া কত?

৬৫০ টাকা।

সেন্টমার্টিন থেকে ফিরে আসার জন্য কি আলাদা ভাবে টিকেট কাটা লাগে?

না, ফিরে আসার জন্য আলাদা টিকেট কাটার প্রয়োজন নাই। যাওয়ার টিকেটের সাথেই আসার ভাড়া কেটে রাখে। মানে আসা এবং যাওয়া মিলেই ১ টিকেট। কোনো টিকেট যদি ৬৫০ টাকা হয়, তার মানে এই টিকেট দিয়েই আসা এবং যাওয়া যাবে।

জাহাজের টিকেট না পেলে কি করবো?

প্রতিটি জাহাজ সিট ছাড়াও স্ট্যান্ডিং টিকেট বিক্রি করে। যদি সিট না পান, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেতে পারেন।

জাহাজ মিস হলে কি করবো?

প্রতিটি জাহাজ নির্দিষ্ট সময়েই ছেড়ে যায়। তবে জাহাজ মিস করলে ট্রলারে করে যেতে পারেন। যা একটু বিপদজনক। আর তা নাহলে পরের দিন যেতে হবে।

টিকেট কাটার সময় কি কবে ফিরব উল্লেখ করতে হবে?

হ্যাঁ, কবে ফিরবেন তা টিকেট কাটার সময় অবশ্যই বলতে হবে।

যেদিন ফিরে আসার কথা তা না করে অন্য দিন আসলে কি কোনো সমস্যা হয়?

না, হয় না। তবে এমনটা না করাই ভালো। জাহাজে নানা প্রশ্নের সুম্মুখীন হতে পারেন। শুধু শুধু দরকার কি ঝামেলা পাকানোর। তার থেকে কবে ফিরবেন তা আগে থেকেই ঠিক করে নিন।

অফ সিজনে সেন্টমার্টিন গেলে কি কোনো সমস্যা হয়?

না, হয় না। লোকজন কম থাকে। তখন বেশি সুন্দর মনে হয় এই দ্বীপকে। তবে হোটেল, কটেজ প্রায় সব কিছুই বন্ধ থাকে। কেবল হাতেগুনা ২/১ টি খোলা থাকে। তবে লোকাল লোকজনের সাহায্য নিয়ে থাকা যায়।

সেন্টমার্টিন এ কি সাইকেল ভাড়া পাওয়া যায়?

হ্যাঁ, যায়। ভাড়া প্রতি ঘন্টায় ৩০/৫০ টাকা।

ছেড়া দ্বীপ কিভাবে যাবো?

ছেড়া দীপ সেন্টমার্টিন এরই একটা অংশ। শুধু জোয়ারের সময় কিছু জায়গা মূল দ্বীপ থেকে আলাদা হয়ে যায়। ছেড়া দীপ স্পিড বোট, ইঞ্জিন চালিত নৌকা, সাইকেল বা পায়ে হেটে যাওয়া যায়।

ছেড়া দ্বীপ যাওয়ার স্পিড বোট, নৌকা কোথায় পাবো? ভাড়া কত?

মেইন যেটির কাছে ছেড়া দ্বীপ যাওয়ার স্পিড বোট, নৌকা ভাড়া পাওয়া যায়।

ইঞ্জিন চালিত নৌকা: জনপ্রতি ভাড়া ১৫০ টাকা। ৮/১০ জন বসা যায়।
লাইফ বোট: জনপ্রতি ভাড়া ২০০ টাকা। ১০/১৫ জন বসা যায়।
স্পিড বোট: জনপ্রতি ভাড়া ৩০০ টাকা। ৬ জন বসা যায়।

কক্সবাজার থেকে কি জাহাজ ছাড়ে?

এখন কক্সবাজার থেকে জাহাজে করে সেন্টমার্টিন যাওয়া যায়। তবে আপাতত প্রতিদিন একটা জাহাজ চলাচল করছে।

5 4 ভোট
রেটিং

লেখক

Rashedul Alam; Rasadul Alam; founder of cybarlab.com; founder of trippainter.com; trippainter.com; cybarlab.com; Bangladeshi travel blogger; Bangladeshi blogger; Bangladeshi software engineer

আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।

Subscribe
Notify of
2 মন্তব্য
Inline Feedbacks
সব মন্তব্য দেখুন

''

2
0
আমরা আপনার অভিমত আশা করি, দয়াকরে মন্তব্য করুনx