ঢাকা বিভাগের দর্শনীয় স্থান

সারাহ রিসোর্ট

Loading

নাপিত্তাছড়া ট্রেইল
নাপিত্তাছড়া ট্রেইল
নাপিত্তাছড়া ট্রেইল
napittochara-trail-3
টু বেড রুম স্যুট
napittochara-trail-3
হাঁটার পথ
napittochara-trail-3
রেস্টুরেন্ট
Shadow

সারাহ রিসোর্ট (Sarah Resort) ঢাকার কাছে পরিবার-পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই আদর্শ জায়গায়। এটি বর্তমানে বাংলাদেশের লাক্সারি রিসোর্ট গুলোর মধ্যে অন্যতম। এই রিসোর্ট সম্পূর্ণ প্রকৃতি বান্ধব যা আধুনিক সরঞ্জাম এবং বিলাসবহুল সুজোগ সুবিধা নিয়ে পরিচালিত হচ্ছে।

সারাহ রিসোর্ট কোথায় অবস্থিত

সারাহ রিসোর্ট বাংলাদেশের গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এর পাশে রাজাবাড়ী এলাকায় অবস্থিত। ঢাকা শহর থেকে আনুমানিক ১ ঘন্টা ৩০ মিনিট ড্রাইভ করেই চলে আসতে পারেন সারাহ রিসোর্ট। এর পশ্চিম পাশে ভাওয়াল জাতীয় উদ্যান এবং পূর্ব দিকে শীতলক্ষা নদী।

কিভাবে যাবেন

সারাহ রিসোর্ট আপনি প্রাইভেট কার বা পাবলিক বাসে যেতে পারেন। প্রাইভেট কার নিয়ে আসলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডানদিকে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়ক ধরে পাবুর রাস্তা বাসস্ট্যান্ড এ থামবেন। সেখান থেকে ডানদিকে এক কিলোমিটার এগিয়ে গেলেই পাবেন সারাহ রিসোর্ট।

ঢাকার মহাখালী, উত্তরা থেকে কাপাসিয়া, টোক গামী পাবলিক বাসে পাবুর রাস্তা বাসস্ট্যান্ডে নেমে যাবেন। সেখান থেকে অটো রিকশা নিয়ে চলে যাবেন সারাহ রিসোর্ট। পরিবারের সাথে আসলে প্রাইভেট কার নিয়ে আসা উত্তম। ঢাকা থেকে উবার কার সার্ভিস ব্যবহার করে সহজেই এখানে আসা যায়।

কি আছে এই রিসোর্টে

প্রায় ২০০ বিঘা জমির উপর নির্মিত সারাহ রিসোর্টে আছে থাকার জন্য প্রেসিডেন্সিয়াল ভিলা, প্রিমিয়াম ভিলা, ওয়াটার লজ, রাজা ভিউ টাওয়ার, এনসিয়েন্ট মড হাউস। সকল কক্ষ এবং স্যুটগুলি অত্যাধুনিক প্রযুক্তি এবং ফার্নিচার দিয়ে সজ্জিত। আরো আছে কমপ্লিমেন্টারি নাস্তা, এসি, ফ্রি ওয়াইফাই, লন্ড্রি সুবিধা, কেবল টিভি, ২৪ ঘন্টা বিদ্যুৎ এবং চা কফির ব্যবস্থা।

এই রিসোর্টে আছে সুইমিং পুল, মিনিবার, জকোজি, জিম, মুভি থিয়েটার, বার্ড হাউজ, কিডস জোন, ইনডোর-আউটডোর স্পোর্টস, বোট রাইডিং, বাইসাইকেল রাইডিং, জিপ লাইনিং, মিনি চিড়িয়াখানা, ফিশিং ইত্যাদি নানা সুযোগ সুবিধা। এছাড়াও এখানে যেকোন কর্পোরেট প্রোগ্রাম, বিয়ে বা জন্মদিনের অনুষ্টান আয়োজন করা যায়। এখানকার বিশাল মাঠে দল বেঁধে ক্রিকেট বা ফুটবল ম্যাচ খেলা যায়।

কোথায় খাবেন

সারাহ রিসোর্টে ক্লাব হাউস রেস্টুরেন্ট, দ্যা ট্যারেস রেস্টুরেন্ট এবং ওয়াটার লজ রেস্টুরেন্ট নামে ৩ টি উন্নতমানের রেস্টুরেন্ট আছে। ক্লাব হাউস রেস্টুরেন্টে বাফেট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের ব্যবস্থা আছে। এখানে পুলের সাথে বার বি কিউ আয়োজনের ব্যবস্থা আছে। এই রেস্টুরেন্ট সকাল ৭:৩০ থেকে রাত ১১:০০ পর্যন্ত খোলা থাকে। দ্যা ট্যারেস রেস্টুরেন্টে দেশি বিদেশি খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্ট দুপুর ১২:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত খোলা থাকে। ওয়াটার লজ রেস্টুরেন্টে ইতালিয়ান খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্ট দুপুর ১২:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত খোলা থাকে।

খরচ

এই রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, যেগুলোর খরচ এবং সুযোগ সুবিধা ভিন্ন। প্রতি রুমে ২ জন থাকা যায়। তবে কিছু ভিলায় আরো বেশি লোক থাকা যায়। বুকিং দেয়ার সময় বিস্তারিত জেনে নিবেন। সকল খরচের সাথে ৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ যোগ হয়।

রুমখরচ(টাকা)
রেসিডেন্সিয়াল ভিলা৬৬,০০০
লেক সাইড ভিলা২৬,৪৮২
এনসিয়েন্ট মড হাউস৮,৫০০
ওয়াটার লজ১১,০০০
রাজা ভিউ টাওয়ার১১,৫০০
প্রিমিয়াম ভিলা১৩,৫০০
টু বেড রুম স্যুট২৫,৫০০
ভিলা স্যুট১৪,০০০
ওয়াটার ফ্রন্ট ভিলা১৪,৫০০

এছাড়া এখানে ডে লং প্যাকেজ এর ব্যবস্থা আছে। জন প্রতি ডে লং প্যাকেজের মূল ৩,০০০ টাকা। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই প্যাকেজে লাঞ্চ, সুমিং পুল, জিম, বোট রাইডিং ইত্যাদি সুবিধা অন্তর্ভুক্ত থাকে। বিভিন্ন মৌসুম এবং দিবসে এখানে বিশেষ ডিসকাউন্ট থাকে।

যোগাযোগ

রিসোর্ট এর ঠিকানা: সারাহ রিসোর্ট, রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ফটিস স্পোর্টস ক্লাব, নতুন বাজার, বড় বেরাইদ, ঢাকা ১২১২
ফোন: +৮৮০১৯৮০০০৩০০০
ইমেইল: reservation@sarahresort.com, sales@sarahresort.com
ওয়েবসাইট: www.sarahresort.com
ফেইসবুক পেইজ: www.facebook.com/sarahresort

5 1 ভোট
রেটিং

লেখক

Rashedul Alam; Rasadul Alam; founder of cybarlab.com; founder of trippainter.com; trippainter.com; cybarlab.com; Bangladeshi travel blogger; Bangladeshi blogger; Bangladeshi software engineer

আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।

Subscribe
Notify of
2 মন্তব্য
Inline Feedbacks
সব মন্তব্য দেখুন

''

2
0
আমরা আপনার অভিমত আশা করি, দয়াকরে মন্তব্য করুনx