ভ্রমণ বিষয়ক তথ্য

সেন্ট মার্টিনের জাহাজ সমূহ

Loading

নাপিত্তাছড়া ট্রেইল
নাপিত্তাছড়া ট্রেইল
নাপিত্তাছড়া ট্রেইল
napittochara-trail-3
জাহাজ
napittochara-trail-3
ট্রলার
napittochara-trail-3
স্পীডবোট
Shadow

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৌন্দর্য অবলোকন করার জন্য প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় করেন। টেকনাফ থেকে জাহাজ, ট্রলার এবং স্পীডবোটে চড়ে সেন্টমার্টিন যাওয়া যায়। আসুন জেনে নেই সেন্ট মার্টিনের জাহাজ ভাড়া, টিকেট বুকিং, যোগাযোগ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য।

সেন্ট মার্টিনের জাহাজ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে বেশ কিছু জাহাজ চলাচল করে। তাদের মধ্যে কেয়ারী সিন্দাবাদ, কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন, এমভি বে ক্রুজ-১, আটলান্টিক ক্রজ, এম ভি ফারহান উল্লেখ যোগ্য। এসকল জাহাজ প্রতিদিন সকাল ৯ টা থেকে ৯:৩০ মিনিটে টেকনাফ থেকে ছেড়ে যায় এবং দুপুর ৩ টা থেকে ৩:৩০ মিনিটে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসে। এছাড়াও জাহাজ এ করে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়া যায়।

কেয়ারি সিন্দাবাদ

কেয়ারি সিন্দাবাদ টেকনাফ-সেন্টমার্টিন রুটের সব থেকে পুরানো এবং জনপ্রিয় জাহাজ। নন-এসি এই জাহাজের টিকেটের মূল্য সব থেকে কম। ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।

মেইন ডেক৬৫০/-
ওপেন ডেক৮০০/-
ব্রিজ ডেক৯০০/-
কর্পোরেট অফিস

কেয়ারি প্লাজা (৫ তলা)
৮৩ সাত মসজিদ রোড, ৮/এ ধানমন্ডি, ঢাকা ১২০৯
ফোন: ০১৮১৭-১৪৮৭৩৫, ০১৮১৪-৬৫৮২৭০, ০১৭১২-১১৪০০৯

কক্সবাজার অফিস

উর্মী গেস্ট হাউজ
কলাতলী রোড, কক্সবাজার ১২০৯
ফোন: ০১৮১৭-২১০৪২১, ০১৮১৭-২১০৪২২, ০১৮১৭-২১০৪২৩, ০১৮১৭-২১০৪২৪

টেকনাফ অফিস

দামদামিয়া, কেয়ারি ঘাট, টেকনাফ, কক্সবাজার
ফোন: ০১৮১৯-৩৭৯০৮৩, ০১৮১৭-২১০৪২৮

অনলাইন

অনলাইনে কেয়ারি সিন্দাবাদ জাহাজের টিকেট কাটতে পারেন এড্রেস থেকে www.kearitourismbd.com
ফোন: ১৬৪৬০, ০১৮৪৭-৩২৩৭০৫, ০১৮৪৭-৩২৩৭০৬

কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন

কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন এসি জাহাজ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এই জাহাজে ডাইনিং এর ব্যবস্থা আছে। ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।

মেইন ডেক (এক্সক্লুসিভ লাউঞ্জ)১,০০০/-
আপার ডেক (কোরাল লাউঞ্জ)১,০০০/-
আপার ডেক (পার্ল লাউঞ্জ)১,৪০০/-

এমভি বে ক্রুজ-১

এমভি বে ক্রুজ-১ বেশ দ্রুতগতির জাহাজ। এসি এই জাহাজটির টিকেটের মূল্য তুলনামূলক ভাবে বেশি। ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।

রজনীগন্ধা১,৩০০/-
হাসনাহেনা১,৪০০/-
কৃষ্ণচুড়া১,৬০০/-
হটলাইন

ফোন: ০১৯৭১-৫৯১১২৭

ঢাকা অফিস

ফোন: ০১৮২৭-১৬৭৮১৭ ,০১৭৭৬-২৮৪৬০১

কক্সবাজার অফিস

ফোন: ০১৭৭৯-১৮১৮৭২, ০১৯৪৪-৭৯৭৫২৮

আটলান্টিক ক্রজ

আটলান্টিক ক্রজ এর পূর্বের নাম ছিল কুতুবদিয়া। এসি/নন এসি এই জাহাজটির তুলনামূলক ভাবে বেশ বড়। ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।

ইকোনমি ডেক৭৫০/-
ওপেন ডেক৮৫০/-
রয়েল লাউঞ্জ১,০৫০/-
লাক্সারি লাউঞ্জ১,৩৫০/-
যোগাযোগ

চৌধুরী গ্রূপ
৫৫/বি নোয়াখালী টাওয়ার, লেভেল ১৪
পুরাতন পল্টন, ঢাকা
ফোন: ০১৭১৪-৬৩৪৭৬২

এম ভি ফারহান

এম ভি ফারহান বেশ পরিচিত এক নাম। নন এসি এই জাহাজটি বেশ দ্রুত গতিতে যায়। ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।

মেইন ডেক৬৫০/-
ওপেন ডেক৮৫০/-
ব্রিজ ডেক৯০০/-

কিভাবে জাহাজের টিকেট কাটবেন

টেকনাফের জাহাজ ঘটে প্রতিটি জাহাজের টিকেট কাউন্টার আছে। সেখান থেকে সহজেই টিকেট কাটা যায়। তবে পিক সিজনে, বিশেষ করে ছুটির দিনে মানুষের ভীড় অনেক বেশি থাকে। তাই আগে থেকে টিকেট কেটে নিলে সব থেকে ভালো হয়। বর্তমানে কেয়ারি সিন্দাবাদ জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজের অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা নাই। তবে অফিসে গিয়ে অগ্রিম টিকেট কেটে নিতে পারেন। এছাড়া বিভিন্ন এজেন্টদের কাছ থেকেও অগ্রিম টিকেট নিতে পারেন।

ট্রলারে সেন্টমার্টিন

টেকনাফ নামাবাজার ব্রিজ বা জেটি ঘাট থেকে ট্রলার, স্পিডবোট এবং মালবাহী ট্রলার ছাড়ে। পিক সিজনের সময় জাহাজ ঘাট থেকেও ট্রলার ছাড়ে। ট্রলারে সাধারণত ১৫০/৩৫০ টাকা ভাড়া নেয়। তবে এই ভাড়া সিজন এবং যাত্রীর সংখ্যার উপর নির্ভর করে কম বেশি হয়। ট্রলারে টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে প্রায় ৩ ঘন্টার মতো সময় লাগে। তবে এ সমস্ত ট্রলারে নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা থাকেনা। তাই একান্তই নিরুপায় না হলে ট্রলারে না যাওয়াই ভালো।

জাহাজের টিকেট কাটার সামর্থ থাকলে জাহাজে করেই সেন্টমার্টিন যাওয়া উত্তম। আর জাহাজগুলো তুলনামূলক নিরাপদ। তবে সাথে মহিলা ও বাচ্চা না থাকলে এবং এডভেঞ্চার প্রিয় হলে ট্রলারে চেষ্টা করতে পারেন। আপনার ভ্রমণ সুন্দর এবং আরামদায়ক হউক।

আরো দেখে নিতে পারেন সেন্টমার্টিন নিয়ে কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর। আপনার ভ্রমণ সুন্দর এবং সহজ হউক।

4.3 4 ভোট
রেটিং

লেখক

Rashedul Alam; Rasadul Alam; founder of cybarlab.com; founder of trippainter.com; trippainter.com; cybarlab.com; Bangladeshi travel blogger; Bangladeshi blogger; Bangladeshi software engineer

আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।

Subscribe
Notify of
1 মন্তব্য
Inline Feedbacks
সব মন্তব্য দেখুন

''

1
0
আমরা আপনার অভিমত আশা করি, দয়াকরে মন্তব্য করুনx