সোনারগাঁও এক ঐতিহাসিক প্রাচীন শহর। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত সোনারগাঁও ছিল একসময় বাংলার রাজধানী। এখানে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা। আসুন দেখে নেই একটি ভালো মানের সোনারগাঁও ট্যুর প্ল্যান ।
সোনারগাঁও কিভাবে যাবেন
সোনারগাঁও যেতে হলে আপনাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধরে মেঘনা ব্রিজের কাছাকাছি মোগরাপাড়া বাস স্টেশনে আসতে হবে। সেখান থেকে অল্প কিছু দূরেই সোনারগাঁও। সব থেকে ভালো হয় প্রাইভেট কার নিয়ে গেলে। তাহলে আশেপাশের সব কিছু ভালো করে দেখা যাবে।
এছাড়া ঢাকা থেকে বাস দিয়েও যাওয়া যায়। এতে খরচ বেশ কম হয়। গুলিস্থান থেকে বেশ কিছু বাস ছাড়ে যেগুলা দিয়ে সোনারগাঁয়ের মোগড়াপাড়া বাসষ্ট্যান্ড যাওয়া যায়। বাস ভাড়া সার্ভিসভেদে ২৫-৫০ টাকা। সময় নিবে এক থেকে দেড় ঘন্টা। মোগড়াপাড়া হতে রিক্সা/অটোরিক্সা যোগে পৌঁছে যাবেন সোনারগাঁও। ভাড়া নিবে ১০-২০ টাকা।
সোনারগাঁও এর দর্শনীয় স্থান
সোনারগাঁও এ আছে বেশ কিছু প্রাচীন এবং ঐতিহাসিক স্থান। এর মধ্যে উল্লেখ যোগ্য হলো: সোনারগাঁও জাদুঘর এবং পানাম সিটি। এছাড়াও আছে ভারতের তাজমহলের আদলে নির্মিত বাংলার তাজমহল
সোনারগাঁও ট্যুর প্ল্যান
সোনারগাঁও পরিবার, বন্ধুবান্দব নিয়ে সময় কাটানোর জন্য খুবই আদর্শ জায়গা। আসুন দেখে নেই একদিনের সোনারগাঁও ট্যুর প্ল্যান।
প্রথমে আপনার এলাকা থেকে সুবিধাজনক মাধ্যমে সোনারগাঁও পৌঁছাবেন। এর পর প্রথমেই চলে যাবেন পানাম সিটি বা পানাম নগর। টিকেট কেটে ভিতরে প্রবেশ করবেন। বাংলার বার ভূঁইয়াদের সর্দার ঈশা খাঁ ১৫ শতকে সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠে এই নগরী।
পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলীতে রয়েছে অপূর্ব কারুকার্য ও অভিজাত্যের ছোঁয়া। এখানে ১/২ ঘন্টা সময় সময় কাটিয়ে চলে যান পাশেই অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর বা সোনারগাঁ জাদুঘর এ । পায়ে হেটে যেতে পারেন অথবা রিক্সা নিতে পারেন।
টিকেট কেটে ভিতরে প্রবেশ করুন এবং জাদুঘরের বিভিন্ন স্থান পরিদর্শন করুন। প্রাচীন বাংলার রাজধানী দেখে আপনার অনেক ভালো লাগবে। ১/২ ঘন্টা থেকে বাহিরে এসে লাঞ্চ করে নিন।
এর পর গেট থেকে সিএনজি নিয়ে চলে যান বাংলার তাজমহল। বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্য ভারতের আগ্রার তাজমহলের মডেল অনুসারে, আমাদের বাংলাদেশেও নির্মাণ করা হয়েছে তাজমহল।
কোথায় থাকবেন
সোনারগাঁও ঢাকার খুব কাছেই। দিন গিয়ে দিনেই ফিরে আসতে পারবেন। তাই সেখানে থাকার দরকার নাই। তবে সোনারগাঁও উপজেলা সদরে কিছু হোটেল আছে। সেখানে থাকতে পারেন।
সোনারগাঁও ট্যুর প্ল্যান নিয়ে শেষ কথা
আশা করি এই সোনারগাঁও ট্যুর প্ল্যান, আপনার পরবর্তী সোনারগাঁও ভ্রমণ কে আরো সহজ এবং সুন্দর করবে।
লেখক
আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।