টার্মস অফ ইউজ
ট্রিপ পেইন্টার ওয়েবসাইটে ‘টার্মস অফ ইউজ’ (Terms of Use) বা ‘ব্যবহারের শর্তাবলি’ পেইজে উল্লেখ করা সকল নিয়ম কানুন কেবল এই ওয়েবসাই trippainter.com জন্য প্রযোজ্য। আমাদের ওয়েবসাট ব্যবহার করার পূর্বে ‘টার্মস অফ ইউজ’ পেইজটি মনোযোগ সহকারে পড়ে নেয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। এর মাধ্যমে ভিজিটররা আমাদের ‘টার্মস অফ ইউজ’ মেনে নিচ্ছেন বলে আমরা ধরে নেব। একই সঙ্গে তাঁরা ট্রিপ পেইন্টারের ‘প্রাইভেসি পলিসি’ মেনে নিচ্ছেন বলেও ধরে নেওয়া হবে। এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
মেধাসম্পদের অধিকার
ট্রিপ পেইন্টার (trippainter.com) ওয়েবসাইটের সকল কন্টেন্ট যেমন: লেখা, ছবি, ভিডিও, লোগো ট্রিপ পেইন্টার কতৃপক্ষের মালিকানাধীন। আমাদের অনুমতি ছাড়া এই সকল কন্টেন্ট অন্য কোথাও ব্যবহার করা যাবে না। আমাদের কোনো কনটেন্ট কপি করে ব্যবহার করা যাবে না। এই নিয়ম কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ট্রিপ পেইন্টার কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
কনটেন্ট লিংক করা
আমাদের কোনো কনটেন্ট ভালো লাগলে অথবা অন্যের উপকারে আসতে পারে এমন মনে হলে, আপনি আমাদের যে কোনো পোস্ট সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমে শেয়ার করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করাকে আমরা উৎসাহিত করি। তবে অবশ্যই অবিকৃতভাবে এবং ট্রিপ পেইন্টারের কনটেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে পরিবেশন করতে হবে। সার্চ ইঞ্জিন, অনলাইন ডিরেক্টরি পূর্ব লিখিত অনুমোদন ছাড়াই আমাদের ওয়েব সাইট লিঙ্ক করতে পারবে।
মন্তব্য করার নীতিমালা
মন্তব্য করার জন্য আপনাকে আমাদের সাইটে সাইনআপ করতে হবে। সাইনআপ প্রসেস খুব সিম্পল এবং আমরা আপনার তথ্যের গোপনীয়তার নিশ্চয়তা দিচ্ছি। বাংলাদেশের প্রচলিত আইন পরিপন্থী কোনো মন্তব্য করা যাবে না। কোনো ব্যক্তি, গোষ্ঠী, ধর্মের প্রতি অবমাননামূলক বা কারও অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না। মন্তব্যে অশ্লীল ও অশালীন শব্দ ব্যবহার করা যাবেনা। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। মন্তব্যে কোনো লিংক দেয়া যাবে না। অপ্রাসঙ্গিক মন্তব্য করা যাবেনা। ট্রিপ পেইন্টার যে কোনো মন্তব্য বাতিলের অধিকার রাখে।
কনটেন্ট সরিয়ে নেওয়া
ট্রিপ পেইন্টার নিজের ক্ষমতাবলে ওয়েবসাইট থেকে যেকোনো সময় যেকোনো কনটেন্ট সরিয়ে নিতে পারে। এই ব্যাপারে কারো আপত্তি গ্রহণ করা হবে না।
টার্মস অফ ইউজ সংশোধন
ট্রিপ পেইন্টার বর্তমান টার্মস অফ ইউজ যে কোনো সময় সংশোধন, পরিবর্তন ও বাদ দেওয়ার অধিকার রাখে। তবে কোনো ধরণের পরিবর্তন করা হলে তা তাৎক্ষণিকভাবে এই ওয়েবসাইটে দেয়া হবে। পরিবর্তনের পর ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা ধরে নিবো, তিনি এগুলো মেনে নিয়েছেন এবং সব সময় মেনে চলবেন।