দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট (The Palace Luxury Resort ) বাংলাদেশের সব থেকে সুন্দর এবং ৫ ষ্টার লাক্সারি রিসোর্ট গুলোর মধ্যে একটি। সবুজে ঘেরা পাহাড়, গিরিখাদ, মনোরম ঝরনা, শান্ত পরিবেশ, আর হাজার হাজার গাছপালা বিশাল আয়তনের এক জায়গায় এমনভাবে সাজনো হয়েছে যে, কোথাও কোনো খুঁত খুঁজে পাওয়া যাবে না। এখানকার সৌন্দর্য, সব কিছুর কম্বিনেশন, এতটাই মনোমুগ্ধকর যে, এখানে এসে মনে হবে যেন পুরো সিলেট দেখা হয়ে গেল।
দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট কোথায় অবস্থিত
দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে অবস্থিত। পুটিজুরী বাজার থেকে ৪ কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব দিকে বৃন্দাবন চা বাগানের পাশে এই রিসোর্টের অবস্থান। রাজধানী ঢাকা থেকে দ্যা প্যালেস রিসোর্টের দুরুত্ব প্রায় ১৭৫ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘন্টা।
দ্যা প্যালেস রিসোর্টের গুগল ম্যাপ লোকেশন: এখানে ক্লিক করুন।
কি আছে দ্যা প্যালেস রিসোর্টে
দ্যা প্যালেস রিসোর্টের প্রায় ১৫০ একর জায়গা জুড়ে আছে ছোট ছোট পাহাড়ি টিলা, চা বাগান, আনারস বাগান, রাবার বাগান, লেবু বাগান, বিদেশী পাইন ও দেবদারু গাছের সাড়ি, হাজার হাজার গাছপালা, রাত্রিযাপনের ব্যবস্থা। পুরো রিসোর্ট পায়ে হেটে বা বাগি গাড়িতে ঘুরে বেড়ানো যায়। এক পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়ের সংযোগ এর জন্য স্টিলের ব্রিজ বানানো হয়েছে।
এছাড়াও চিত্ত বিনোদনের জন্য রয়েছে নানা রকমের আয়োজন। যেমন: টেনিস – চারটি বড় সভাকক্ষ, পাঁচটি রেস্টুরেন্ট, ব্যাটমিন্টন কোর্ট, বাস্কেটবল কোর্ট, কিডস জোন, ফিশিং জোন, গেম জোন, ওয়াটার জোন, সিনেপ্লেক্স, হেলিকপ্টারে করে ভ্রমণের সুবিধা, বার, ব্যায়ামাগার, ইনফিনিটি সুইমিং পুল, সাইকেল রাইড, মসজিদ সহ আরো অনেক সুবিধা।
কিছু কিছু জিনিস রিসোর্টে থাকা গেস্টদের জন্য ফ্রি হলেও বাকি সুবিধার জন্য পে করতে হবে। যেমন ৭ মিনিট হেলিকপ্টার রাইডের জন্য ৫ হাজার টাকা, বাইসাইকেল রাইডের জন্য ২০০ টাকা, ফিশিং এর জন্য ২০০ টাকা। মাছ ধরে সেগুলো খেতে চাইলে রান্নার জন্য আলাদা ১ হাজার টাকা দিতে হবে। এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য এখানে সার্বক্ষণিক ডাক্তার আছে।
দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট কিভাবে যাবেন
ঢাকা থেকে সিলেটগামী যেকোনো বসে উঠে বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে নেমে যাবেন। বাস থেকে নেমে সিএনজি নিয়ে চলে যাবেন প্যালেস লাক্সারি রিসোর্ট। ঢাকা থেকে সিলেট এসি গাড়ির ভাড়া ১৫০০ টাকা, নন এসি গাড়ির ভাড়া ৭০০ টাকা। পুটিজুরী বাজার থেকে সিএনজি ভাড়া ২০০/২৫০ টাকা।
সিএনজি ড্রাইভারের ফোন নাম্বার রেখে দিতে পারেন। ফেরার সময় কাজে দিবে। বাস টিকেট কাটার সময় ফেরার টিকেট কেটে নিবেন। কাউন্টারে বলে দিবেন আপনি পুটিজুরী বাজার থেকে উঠবেন। তাহলে সিলেট থেকে ঢাকা গামী বাস আপনাকে পুটিজুরী বাজার থেকে তুলে নিবে।
ট্রেনে আসতে চাইলে সিলেটের যে কোনো ট্রেনে উঠে শায়েস্তাগঞ্জ নেমে সিএনজি নিয়ে চলে যাবেন প্যালেস রিসোর্ট। এছাড়া প্রাইভেট কার নিয়েও আসতে পারেন। ভাড়া নিবে ৫ থেকে ৬ হাজার টাকা। রিসোর্টের ভিতরে গাড়ি পার্কিং এবং ড্রাইভারের থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। ইচ্ছে করলে হেলিকপ্টার দিয়েও আসতে পারেন। রিসোর্টে হেলিপ্যাড আছে।
থাকার ব্যবস্থা
শহরে আমরা ৫ ষ্টার বা পাঁচ তারকা হোটেল বলতে ইট পাথরের বিশাল অট্টালিকাকে দেখে থাকলেও দি প্যালেস গড়ে উঠেছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে। এখানকার সব কিছু প্রকৃতিকে চিন্তা করে করা হয়েছে। থাকার জন্য এখানে পাহাড়ের চূড়ায় ৫ ষ্টার মানের পাখিডাকা, ছায়াঢাকা ২৩টি ভিলা আছে। তার মধ্যে ১ বেডরুমের ভিলা ৮ টি, ২ বেডরুমের ভিলা ৮ টি, ৩ বেড রুমের ভিলা ৪ টি, প্রেসিডেন্সিয়াল ভিলা ২ টি।
এছাড়াও আছে আধুনিক এবং দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর অনুপম নিদর্শন টাওয়ার বিল্ডিং। এই বিশাল আকারের ভবনে বিভিন্ন ক্যাটাগরির ১০৭ টি রুম আছে।
রুম ভাড়া
দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট এ যেতে হলে আপনাকে অবশ্যই অগ্রিম বুকিং দিতে হবে। এখানে টাওয়ার বিল্ডিং এবং ভিলা এই ২ ক্যাটাগরির রুম আছে। টাওয়ার বিল্ডিং এর রুম ভাড়া ১৩,০০০ থেকে ১৬,০০০ টাকা। ভিলাতে রুম ভাড়া ২০,০০০ থেকে ১২০,০০০ টাকা। ছুটির দিনে ভাড়া বেশি এবং বাকি দিনগুলোতে কম থাকে। প্রতি রুমে ২ জন থাকা যায়। ১০ বছর পর্যন্ত বাচ্চাদের আলাদা ফি দিতে হয় না। রুম ভাড়া সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিজ চার্জ প্রযোজ্য হবে। সকল গেস্টদের জন্য কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট থাকে।
প্যালেস রিসোর্টের অফার
প্যালেস লাক্সারি রিসোর্টে বিভিন্ন সময় বিভিন্ন ধরণের অফার থাকে। অফার জানতে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ দেখতে পারেন। অফারগুলো অনেকটা এমন হয়ে থাকে: টাওয়ার বিল্ডিং এ ২ জন এডাল্ট এবং ২ জন বাচ্চার ১ দিন থাকা, লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট ২০ হাজার টাকা। ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে আরো কিছু ডিসকাউন্ট থাকে। যে কোনো একটি অফার নিয়ে এখানে আসা সব থেকে উত্তম।
যোগাযোগ
ঠিকানা: পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ
ফোন: ০১৯১০০০১০০০
ইমেইল: info@thepalacelife.com
ওয়েব সাইট: www.thepalacelife.com
ফেইসবুক পেইজ: www.facebook.com/thepalaceluxuryresort
লেখক
আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।