অনেক দিন থেকেই আমার হাউজ বোটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করার ইচ্ছে ছিল। কিন্তু ব্যস্ততার কারণে আর যেতে পারিনি। তাই এইবার সুযোগ পেয়েই চলে আসি। হাউজ বোট (Houseboat) এ চড়ে বিশাল জলরাশির ওপর ভেসে ভেড়ানোর অনুভূতি, চারপাশের নৈসর্গিক দৃশ্য, পাখিদের কলরব এবং হাওরের ঠাণ্ডা বাতাস সব মিলিয়ে এই ভ্রমণ ছিল খুবই রোমাঞ্চকর।
যাত্রার সূচনা
২২ শে আগস্ট, ২০২৪ ঢাকার আরামবাগ থেকে রাতের বাসে রওনা দিয়ে আমরা সকালে সুনামগঞ্জ শহরে এসে পৌঁছাই। উপজেলা অফিসের সামনে বাস থেকে নেমে পায়ে হেটে চলে যাই মল্লিকপুর ঘাট। সেখানে আগে থেকেই আমাদের জন্য জলকুমারী হাউজবোট ভাড়া করা ছিল।
লেখক
আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করলেও ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা কে এই ওয়েব সাইটে নিয়মিত শেয়ার করি।