থিম্পু ফুন্টশোলিং হাইওয়ে ধরে দেশে ফেরা | ভুটান ভ্রমণ -পর্ব ৭
পাহাড়ি ঝর্ণা, থিম্পু ফুন্টশোলিং হাইওয়ে: নভেম্বর ২৬, সকাল ১০:৪০ পাঁচ দিন যাবত আমরা ভুটানে অবস্থান করছি। এই কয়দিনে ভুটানের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি সবাই এর প্রেমে…
ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতিবছর প্রচুর পর্যটক ছুটে আসে। ভুটানের উঁচু পাহাড়, ঘন জঙ্গল, সবুজ ভ্যালি যে কোনো বয়সের মানুষকে মুগ্ধ করে। এখানকার ভুটান ভ্রমণ কাহিনী আপনাকে ভুটান ভ্রমণে উৎসাহ যোগাবে। ভুটান ভ্রমণের গল্প আপনাকে সেখানকার মানুষের আচার আচরণ, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ইত্যাদি নানা বিষয় জানতে সাহায্য করবে।
''