ঢাকা থেকে গ্যাংটক । সিকিম ভ্রমণ – পর্ব: ১
অনেক দিন থেকেই সিকিম যাবার ইচ্ছা ছিল। বেশ কয়েকবার চেষ্টা করেও নানা কারণে আর যেতে পারিনি। কোভিডের পর ভারত পর্যটকদের জন্য বর্ডার খুলে দেয়ায় নতুন…
ভারত দক্ষিণ এশিয়ার সব থেকে বড় দেশ। অল্প খরচে বিদেশ ভ্রম, কেনাকাটা কিংবা চিকিৎসা সব কিছুর জন্যই ভারত এখন বাংলাদেশীদের প্রথম পছন্দ। ভারতে যাওয়াও সহজ। বাস, ট্রেন, জাহাজ ও বিমান-সব পথেই যাওয়া যায় ভারত। চলুন পড়ে নেই ভারতের কিছু ভ্রমণ কাহিনী।
''